May 26, 2015

গুগল কার্ডবোর্ড! সবচেয়ে সহজলভ্য ভার্চুয়াল রিয়ালিটি!


অনেকেই আজকাল এই ওয়ার্ড টা শুনছেন। প্রশ্নও করছেন কি এই গুগল কার্ডবোর্ড! ভার্চুয়াল রিয়েলিটি, তাও কাগজ দিয় তৈরি? শুধু নিজের স্মার্টফোনটাকে এর সামনের দিকের রেখে  এর একটি ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ চালু করলেই হলো। আপনারা হয়তো অকুলাস রিফ্ট এর কথা
ঠিকই শুনে থাকবেন। ওইটা VR এর সবচেয়ে প্রথম বাণিজ্যিক গেমিং কনসল।

গুগল ভার্চুয়াল রিয়ালিটি এর নতুন বিস্ময় উন্মোচন করেছে। তারা কাগজ এবং ২টি লেন্স ব্যাবহার করেই কিভাবে স্মার্টফোন দিয়ে VR উপলব্ধি করা যায় সেই বেবস্থা করেছে, যার নাম গুগল কার্ডবোর্ড। এর জন্য অ্যাপ ষ্টোর গুলোতে বিভিন্ন VR অ্যাপ চাইলেই ডাউনলোড করা যায়। গুগল মুলত এইটা বিক্রি করেনা কিন্তু কিভাবে বানাতে হবে সেই নির্দেশনা দিয়েছে। এর জন্য আপনি আপনার পিজা বক্সটাই ব্যাবহার করতে পারেন! আপনি খুবই অল্প দামে নিজেই বানিয়ে ফেলতে পারেন মাত্র ১০$ এ। এজন্য আপনার লাগবে কার্ডবোর্ড, লেনস, চুম্বক, রাবার ব্যান্ড ইত্যাদি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ
 এছাড়া বিভিন্ন থার্ড পার্টি প্রতিষ্ঠান এইটা বানিয়ে থাকে, এক্ষেত্রে খরচ পরবে ২০-৩০$।

অ্যাপ স্টোর গুলোতে(যেমন, গুগল প্লে, অ্যাপল অ্যাপস্টোর) এর বিপুল সংখ্যক VR গেমসও রয়েছে। তবে এক্ষেত্রে আপনার ফোন র্যাম ন্যূন্যতম ১ গিবি হওয়া আবশ্যক। তাছাড়া জাইরোস্কোপ সেন্সর এবং এক্সেলারেটর সেন্সর থাকতে হবে।ইন্টারনেটে এইটা বানানোর অনেক ইনফর্মেশন পেয়ে যাবেন।

নিঃসন্দেহে ইহা একটি চমৎকার গ্যাজেট। কিন্তু বেশী ব্যাবহার আপনার চোখের বারোটা বাজিয়ে দেবে। তাই সেক্ষেত্রে সতর্ক হওয়াই উত্তম।

Load disqus comments

0 comments

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget