May 24, 2015

IDE কি এবং সি এর জন্য যে আই ডি ই (IDE) ব্যবহার করা উত্তম।


কোন আই ডি ই (IDE) ব্যাবহার করতে হবে তার আগে IDE জিনিসটাকি জেনে নেওয়া উত্তম।  IDE মূলত শর্ট ফর্ম। এর পূর্ণ রূপ হল integrated development environment. আই ডি ই মূলত একটি সফটওয়ার প্রোগ্রাম যা প্রোগ্রামারদের কোডিং এর জন্য একটি প্রোগ্রামিং পরিবেশ তৈরি করে। এতে বিভিন্ন প্রকার টূল রয়েছে। যেমনঃ কোড এডিটর, কম্পাইলার, ডিবাগার, ইন্টারপ্রিন্টার, ইত্যাদি। কোনো IDE তে কম্পাইলার থাকে অথবা ইন্টারপ্রিন্টার। কোনো ক্ষেত্রে দুটোই একসাথে থাকে( যেমনঃ নেটবিনস্, এক্লীপস্)

সি প্রোগ্রামের জন্য নানান IDE পাওয়া যায়। যা ইন্টারনেটে বিনামুল্যে ডাউনলোড ও ব্যাবহার করা যায়। এর মধ্যে বহুল ব্যবহৃত আই ডি ই(IDE) হল Codeblocks এবং Turbo c. আপনি চাইলেই যেকোনো একটা বিনামুল্যে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই Codeblocks এর বিপুল ব্যাবহার দেখা যায়। আশা করি আপনার নতুন প্রোগ্রামিং যাত্রা হবে আনন্দময়, এবং প্রোগ্রামিংটাকে আপনি উপলব্ধি করতে পারবেন।
Load disqus comments

1 comments:

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget