Sep 13, 2015

পাইথন কি?

প্রোগ্রামিং শুরু করার সাথে সাথে একটি প্রোগ্রামিং ভাষার নাম আমরা প্রায়শই শুনে থাকি। পাইথন প্রোগ্রামিং। এইটা সম্পর্কে অনেকেই জানি না, অথবা কম জানি। কিন্তু শবাই শুধু বুঝি এইটা একটা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই আমি আজ পাইথন সম্পর্কে আলোচনা করব। তো চলুন জানি কি এই পাইথন প্রোগ্রামিং...।

পাইথন  মূলত একটা OOP । অর্থাৎ, ওব্জেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং । এইটা একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এইটা খুবই সহজ এবং এর কোড গুলো খুব সংক্ষেপে লেখা যায়। পাইথন নির্মাণের সময় প্রোগ্রামের পঠনযোগ্যতার উপর বেশী জোড় দেওয়া হয়েছে। গুইডো ভ্যান রোসাম ছিলেন এর প্রকাশক, যিনি ১৯৯১ সর্বপ্রথম এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। পাইথনের সাইনটেক্স খুবই সংক্ষিপ্ত এবং এর স্ট্যান্ডারড লাইব্রেরি খুবই সমৃদ্ধ।
 (লেখাটা অসম্পূর্ণ)


Load disqus comments

0 comments

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget