Jun 8, 2016

কিভাবে একটা র্যাপ বানাবে




এখানে তিনটা জিনিস লাগবে প্রতিভা,ইচ্ছা আর টাকা প্রথমেই বলে রাখি র্যাপারকে নিজেই লিরিক্স লিখতে হয় তো ছন্দ মিলানোর প্রতিভা খুব জরুরি
আমি একটা ছোট র্যাপ এক্সাম্পল বানিয়েছি, দেখে নাওঃ 
তারপর তোমার লাগবে স্টুডিও তুমি কম খরচে একটাভালো ইউ এসবি মাইক কিনে নিতে পারো । সাথে পপ ফিল্টার কিনলে ভালো হয়। লাগতে পারে ৮০০০ টাকার মত
তারপর মিউসিক বানানোর কাজটি করবে সফ্টওয়্যারতুমি এফএল স্টুডিও সফ্টওয়্যারটি শিখে নাও । তোমার কোনও বাদ্যযন্ত্র লাগবে না!
তারপর বিট বনানো শুরু করতে পারো
বিটের তালে তালে র্যাপ গান গেয়ে রেকর্ড করে খুব সহজেই তুমি র্যাপ বানাতে পারো পরবর্তিতে কিভাবে একটা হোম মিউজিক স্টুডিও বানান যায় টা উল্লেখ করবো।
আর হ্যাঁ, আমার  তৈরি BRAHMANBARIA RAP BY JUBORAJ দেখতে ভুলবেনা
সময়ের অভাবে বড় আর্টিকেল লিখতে পারিনা। তবে চেষ্টা করি।
পোস্ট কপি করলে মাইরা ফালামু ভাইজান। পড়েন, শিখেন, জিজ্ঞাশ  করেন। কপি মাইরেন না। কেমন :)
Load disqus comments

0 comments

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget