May 24, 2015

টাইম ট্রাভেল আসলে সম্ভব নয়, আবার আংশিক সম্ভবও। কিভাবে? চলুন জানি

সময়যাত্রা... আপনি হয়তো মুভিতে দেখে থাকবেন। এ নিয়ে অনেক বইও লেখা আছে। একজন সুদর্শন মানুষ তার তৈরি এমন এক মেশিন ব্যাবহার করছেন যা দ্বারা সে অতিত বর্তমান এবং ভবিষ্যৎ ঘুরে আসছেন! তাও যখন খুশি তখন। সিনামায় এইসব দেখতে কতোইনা ভালো লাগে। অনেকের মনেই টাইম ট্রাভেল করতে পারার আকাঙ্ক্ষা, ইশ! যদি একবার পারতাম! অনেকেতো ধরেই নিয়েছে যে বিজ্ঞান যেহেতু এত কিছু সম্ভব করেছে সেহেতু হয়তো অদুর ভবিষ্যতে... কিন্তু টাইম ট্রাভেল আসলে সম্ভব নয়, আবার আংশিক সম্ভবও। কিভাবে? চলুন জানি।



টাইম ট্রাভেল সম্ভব না হওয়ার প্রথম কারন টাইম নিজেই, অর্থাৎ সময়। জি হ্যাঁ, সময়ের নিজের দোষেই টাইম ট্রাভেল সম্ভব নয়। কারন বাস্তবতা হল এই যে, সময় বলতে আসলে কিছুই নেই। সময় শুধু একটা রাশি মাত্র। এই ব্রহ্মাণ্ডের কোন কিছুকে যেভাবে রেখে দেওয়া হবে সেভাবেই আজীবন থেকে যাবে যতক্ষণ না এর উপর বল প্রয়োগ করে এর অবস্থানের পরিবর্তন করা হচ্ছে। সুতরাং সময় না থাকলে টাইম ট্রাভেল করবেন কিভাবে। অতএব টাইম ট্রাভেল করে অতিতে যাওয়া একেবারেই অসম্ভব। আজীবনের আজীবন চেষ্টা করলেও তা পারা যাবে না।

এখন আপনারা বলতে পারেন, আমি আংশিক সম্ভব কেন বললাম! ওইটা আমি ভবিষ্যতের কথা বলেছি। টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া সম্ভব বলে এর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু এইটার বাস্তবিক রুপদান সম্ভব নয়। বর্তমানের সবচেয়ে সেরা পদার্থবিদ স্টিফেন হকিং  তার মত দিয়েছেন, যদি সমগ্র পৃথিবীটাকে ঘিরে একটি রেল লাইন তৈরি করা হয় এবং সেই রেল লাইনের উপর একটা ট্রেইন আলোর সম পরিমান গতি প্রাপ্ত হয়। তাহলে এর ভিতরের গতি একদমি কমে যাবে। অর্থাৎ ঐ ট্রেনটায় যদি যাত্রী থাকে, তাহলে ট্রেইনটা যদি যাত্রীদের নিয়ে ১০০ বছর পৃথিবীটাকে প্রদক্ষিণ করে তাহলে ভেতরের মানুষ মাত্র ১ সপ্তাহ সময় পার করবে! কিন্তু এরুপ মেশিন বানানো যেমন একেবারেই সম্ভব না , তেমনি এই ধরনের টাইম ট্রাভেলও বোকামি হবে। তাই বাস্তবে টাইম ট্রাভেল ভবিষ্যতেও সম্ভব নয়, শুধু বৈজ্ঞানিক ভাবে এর ব্যাখ্যা দেওয়া যায় মাত্র।

আবার দেখা গেলে আমরা সবাই টাইম ট্রাভেল ই করছি। সময়ের সাথে এগিয়ে যাচ্ছি। এইটা টাইম ট্রাভেল নয়, নয়তো কি! :p

সুতরাং এই বলতে পারি যে টাইম ট্রাভেল আসলে সাই ফাই এর বই ও মুভি গুলতেই সীমাবদ্ধ।
Load disqus comments

0 comments

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget