লেখক পরিচিতিঃ
আমার পূর্বের ব্লগগূলো সব ছিলো ইংরেজিতে। মজা পাচ্ছিলাম না। তাই বাংলায় লেখার জন্য এই ব্লগটি খোলা। আমি যতোটুকু শিখি আর জানা আছে সেই সব কিছুই তুলে ধড়ার চেষ্টা করবো। আশা করি সবাই উপকৃত হবেন। আপনি যদি আমার লেখা থেকে একটু হলেও উপকৃত হন, তাহলেই বুঝবো যে আমার লেখা সার্থক।
পড়ালেখার দিক থেকে আমি বিজ্ঞানের ছাত্র। আমি একজন মোটামুটি স্টুডেন্ট হলেও আমি নিজেকে আইনস্টাইন থেকে কম ভাবিনা( আমি মুলত আকাশ কুসুম স্বপ্ন দেখতে পছন্দ করি... আর এইটা তারি প্রমান :p)। নিজেকে একজন প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে চাই...আর সেই আশা নিয়েই চলছে আমার জীবন।
যুবরাজ নৌফেল
সটূডেন্ট,মিউজিসিয়ান, প্রোগ্রামার, গ্রাফিক্স, লেখক।
আমি যুবরাজ নৌফেল। একজন প্রযুক্তিপ্রেমী। আমি একজন মিউজিশিয়ান হওয়ার পাশাপাশি একজন লেখক। আমার বেশিরভাগ সময় কাটে কম্পিউটারের সাথে। সুতরাং বুঝতেই পারছেন! :P

0 comments