গণিতে ভালো নও। কিন্তু প্রোগ্রামিং ভালোবাসো। এখন হয়তো তুমি ভাবছো প্রোগ্রামার হবে কি হবে না! আমার প্রশ্ন, কেন হবে না? প্রোগ্রামার হতে হলে তোমাকে গণিতে তো একেবারে পণ্ডিত হতে হবে না। ইন্টার মিডিয়েট পর্যন্ত গণিত ভালো থাকলেই হল। আরও পরবে কিন্তু গণিতে ভালো না হলে প্রোগ্রামার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেবে! এ কেমন কথা!
যদি এতই খারাপ হয়ে থাকো তাহলে তুমি গণিত চর্চা করতে পারো। সুবিন স্যারের একটা লেখা পড়েছিলাম যেখানে তিনি গণিত সম্পর্কে চমৎকার ভাবে লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে, যদি কেউ গণিতে খারাপ হয় তাহলে তার উচিত ক্লাস ৯ এর বই পড়া, যদি আরও খারাপ হয় তাহলে ক্লাস ৮ এর বই পড়া। সেইটায় কিছু না বুঝলে ৫ এর বই পড়া। এভাবে বেসিক শক্ত করা।
মূল বক্তব্যই কিন্তু বেসিক শক্ত করা। আপনার বেসিক যদি শক্ত হয় তাহলে আপনার গনিতের ইমারতটিকে দাড় করাতে পারবেন। আশা করি বুঝেছেন। গণিতের বেসিক যখন হয়ে যাবে শক্ত, তখন থেকে আপনি বড় বড় গনিত চর্চা করতে পারেন। বিভিন্ন বড় বড় লেখকদের বই পড়তে পারেন। জাফর ইকবাল স্যারের "গনিত এবং আরও গনিত" এ ক্ষেত্রে সহায়ক।
চর্চা করলে কি না পারা যায়! আশা করি আমার লেখার মূল বিষয় সম্পর্কে অবগত হয়েছেন।
যদি এতই খারাপ হয়ে থাকো তাহলে তুমি গণিত চর্চা করতে পারো। সুবিন স্যারের একটা লেখা পড়েছিলাম যেখানে তিনি গণিত সম্পর্কে চমৎকার ভাবে লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে, যদি কেউ গণিতে খারাপ হয় তাহলে তার উচিত ক্লাস ৯ এর বই পড়া, যদি আরও খারাপ হয় তাহলে ক্লাস ৮ এর বই পড়া। সেইটায় কিছু না বুঝলে ৫ এর বই পড়া। এভাবে বেসিক শক্ত করা।
মূল বক্তব্যই কিন্তু বেসিক শক্ত করা। আপনার বেসিক যদি শক্ত হয় তাহলে আপনার গনিতের ইমারতটিকে দাড় করাতে পারবেন। আশা করি বুঝেছেন। গণিতের বেসিক যখন হয়ে যাবে শক্ত, তখন থেকে আপনি বড় বড় গনিত চর্চা করতে পারেন। বিভিন্ন বড় বড় লেখকদের বই পড়তে পারেন। জাফর ইকবাল স্যারের "গনিত এবং আরও গনিত" এ ক্ষেত্রে সহায়ক।
চর্চা করলে কি না পারা যায়! আশা করি আমার লেখার মূল বিষয় সম্পর্কে অবগত হয়েছেন।
0 comments