Apr 27, 2016

গীটার শিখা শুরু করবে কিভাবে? চলো দেখি

গীটার নিয়ে সবারই কম বেশী উৎসাহ রয়েছে। আবার অনেকে আছেন যারা কিনেও ফেলেন। কিন্তু সময় অথবা অন্য কোনো  কারনে শিখা হয়ে ওঠেনা। আবার নতুনরা কেনার পর পথ খুজে পায় না। তো সেই কারণে তারা নেটে খোঁজাখুঁজি করে। আমিও যেহেতু অনেকদিন যাবত গীটার শিখছি সেহেতু ভাবলাম এই সম্পর্কে লিখা যাক।

প্রথমেই জানতে হবে গীটারের বিভিন্ন পার্ট সম্পর্কে। নীচে আমার হাতের গীটারটার বিভিন্ন পার্ট দেখানো হল।

পরে গীটারটা টিউন করতে হবে। সেইটা  আগে কঠিন ছিল। কিন্তু এখন কয়েক মিনিটের ব্যাপার। একটা গীটার টিউন করার অ্যাপ নামিয়ে টিউন করে ফেলো!
তারপর শিখা আরম্ভ করে দাও...শুরুতেই শিখো সাতটা মেজর এবং মাইনর কর্ড। নেটে এগুলোর ডায়াগ্রাম পাবে। আমি নিচে একটা কর্ড ধরে দেখিয়ে দিয়েছি। আমি যেটা ধরেছি সেটা Aminor বা Am.
তারপর শিখলে শার্প কর্ড শিখো। এরপর সেভেন। আরো অনেক আছে।
বার কর্ডগুলো রপ্ত কর।
কর্ড শিখার পাশাপাশি রিদমটায় খেয়াল কর। নেট থেকে গানের কর্ড নিয়ে বাজানোর চেষ্টা কর। এভাবে ৬, ৭ মাস কষ্ট করলে ফল পাবেই। আরও অনেক আছে। স্কেল থেওরি, কর্ড সম্পর্ক, ফিঙ্গার স্টাইল, ট্যাব।
সব তো শেখানো সম্ভবনা এই পোস্টে। জানো? গিটারের উপর পড়ালেখাও আছে!!!
কোন কিছু জানতে হলে কমেন্ট করো। চাইলে ফ্যানপেজে লাইক দাও।
আর হ্যাঁ, আমার পোস্ট কপি করলে খুন কইরা ফেলামু ভাইজান...। পড়েন, শিখেন, শেয়ার করেন, কপি মাইরেননা। কথাটা মনে থাকে যেনো। :)
Load disqus comments

0 comments

Popular Posts

Powered by Blogger.
Powered by WhoWantStuffs - Widget