বর্তমান জগতের সবচেয়ে বড় বিশ্ময় হচ্ছে ইন্টারনেট। যার পরিচালনা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। কখোনোকি ভেবে দেখছেন কিভাবে একেকটা ওয়েবসাইট কাজ করে। বর্তমান জগতের সবচেয়ে লাভজনক কাজ গুলোর মধ্যে ওয়েব ডেভেলপিং অন্যতম। আপনিও হতে পারেন একজন ওয়েব ডেভেলপার। হবেন নাকি? তাহলে আপনার জন্যই এই পোস্ট।
অনেকেই ওয়েব ডেভেলপিং এবং ডিসাইনিংকে এক করে ফেলেন। কিন্তু এই দুটো বিষয় এক নয়। ওয়েব ডিসাইনিং মানে গ্রাফিকস্ সম্পর্কিত কাজ। কিন্তু একজন ওয়েব ডেভেলপার শুধু ডিসাইনিং ই করে না , সে ওয়েবসাইট এর যাবতীয় কাজ , প্রোগ্রামিং ইত্যাদি সবকিছু করে থাকে। বর্তমানে ওয়েব ডিসাইনিং এর বিপুল চাহিদা রয়েছে। তাই কাজের রয়েছে বিপুল সম্ভাবনা।আর তা ছাড়া যে কেউ এর সাথে জড়াতে পারেন। সে একাই রোজগার করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে হবেন একজন ওয়েব ডেভেলপার।
১। প্রথমেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক জানুন। বেসিকটা স্ট্রং করুন। তারপর আপনি পরের ধাপে অগ্রসর হন।
২। আপনি সবসময় বর্তমানের ডিসাইন সম্পর্কে রিসার্চ করতে থাকুন। কারন শুধু কোডিং জানলেই চলবে না। ভ্রমর সেখানেই আসে যে ফুলে মধু থাকে।
৩। এখন সময় কোডিং এর। প্রথমেই শিখতে হবে এইচটিএমএল। যা ওয়েবপেজের কাঠামো। ভালো করে হলে ৫-৭ দিনের মধ্যেই শিখতে পারবেন।
৪। কি! এইচটিএমএল শিখে গেলেন! এখন চলুন ওয়েব সাইট টিতে স্টাইলে প্রদান করি। সেক্ষেত্রে আপনাকে সিএসএস অর্থাৎ(cascading style sheet) শিখতে হবে।
৫।কিন্তু এতে তো ওয়েবসাইটটাকে আকর্ষনীয় লাগছে না! ডাইনামিক মনে হচ্ছেনা। এইটা করার জন্য, অর্থাৎ ডাইনামিক করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এতে হাল্কা সময় লাগবেই। যেহেতু এইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই।
৬। এর পর আপনাকে শিখতে হবে পিএইচপি। ইহা একটি সারভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে পিএইচপি খুবই জনপ্রিয়। আমরা যে ফেসবুক ইউজ করি, সেইটাও কিন্তু পিএইচপি দিয়ে তৈরি।
৭।এখন আপনি বিভিন্ন ফ্রেমওয়ার্কের কাজ শিখতে পারেন।
৮।ডাটাবেজের কাজের জন্য মাইএসকিউএল শিখুন।
৯।এখন আপনি গ্রাফিক্স এর জন্য ফটোশপ শিখতে পারেন। ভালো গ্রাফিকস্ না জানলে আপনি একজন ওয়েব প্রোগ্রামারই রয়ে যাবেন। সুতরাং ইহা খুবই জরুরি।
আর যদি নিজে নিজে না শিখে একাডেমিক ভাবে শিখতে চান তবে আমাদের দেশে অনেক আইটি ট্রেইনিং প্রতিষঠান রয়েছে। অথবা আপনি বিশ্ব বিদ্যালয়েও এ নিয়ে পড়ালেখা করতে পারেন। :)
অনেকেই ওয়েব ডেভেলপিং এবং ডিসাইনিংকে এক করে ফেলেন। কিন্তু এই দুটো বিষয় এক নয়। ওয়েব ডিসাইনিং মানে গ্রাফিকস্ সম্পর্কিত কাজ। কিন্তু একজন ওয়েব ডেভেলপার শুধু ডিসাইনিং ই করে না , সে ওয়েবসাইট এর যাবতীয় কাজ , প্রোগ্রামিং ইত্যাদি সবকিছু করে থাকে। বর্তমানে ওয়েব ডিসাইনিং এর বিপুল চাহিদা রয়েছে। তাই কাজের রয়েছে বিপুল সম্ভাবনা।আর তা ছাড়া যে কেউ এর সাথে জড়াতে পারেন। সে একাই রোজগার করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে হবেন একজন ওয়েব ডেভেলপার।
১। প্রথমেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক জানুন। বেসিকটা স্ট্রং করুন। তারপর আপনি পরের ধাপে অগ্রসর হন।
২। আপনি সবসময় বর্তমানের ডিসাইন সম্পর্কে রিসার্চ করতে থাকুন। কারন শুধু কোডিং জানলেই চলবে না। ভ্রমর সেখানেই আসে যে ফুলে মধু থাকে।
৩। এখন সময় কোডিং এর। প্রথমেই শিখতে হবে এইচটিএমএল। যা ওয়েবপেজের কাঠামো। ভালো করে হলে ৫-৭ দিনের মধ্যেই শিখতে পারবেন।
৪। কি! এইচটিএমএল শিখে গেলেন! এখন চলুন ওয়েব সাইট টিতে স্টাইলে প্রদান করি। সেক্ষেত্রে আপনাকে সিএসএস অর্থাৎ(cascading style sheet) শিখতে হবে।
৫।কিন্তু এতে তো ওয়েবসাইটটাকে আকর্ষনীয় লাগছে না! ডাইনামিক মনে হচ্ছেনা। এইটা করার জন্য, অর্থাৎ ডাইনামিক করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এতে হাল্কা সময় লাগবেই। যেহেতু এইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই।
৬। এর পর আপনাকে শিখতে হবে পিএইচপি। ইহা একটি সারভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে পিএইচপি খুবই জনপ্রিয়। আমরা যে ফেসবুক ইউজ করি, সেইটাও কিন্তু পিএইচপি দিয়ে তৈরি।
৭।এখন আপনি বিভিন্ন ফ্রেমওয়ার্কের কাজ শিখতে পারেন।
৮।ডাটাবেজের কাজের জন্য মাইএসকিউএল শিখুন।
৯।এখন আপনি গ্রাফিক্স এর জন্য ফটোশপ শিখতে পারেন। ভালো গ্রাফিকস্ না জানলে আপনি একজন ওয়েব প্রোগ্রামারই রয়ে যাবেন। সুতরাং ইহা খুবই জরুরি।
আর যদি নিজে নিজে না শিখে একাডেমিক ভাবে শিখতে চান তবে আমাদের দেশে অনেক আইটি ট্রেইনিং প্রতিষঠান রয়েছে। অথবা আপনি বিশ্ব বিদ্যালয়েও এ নিয়ে পড়ালেখা করতে পারেন। :)
0 comments